পুলিশের হাতে আটককৃত মাদক ব্যবসায়ী শুক্কুর বেপারী। ছবি- দৈনিক রুদ্রবার্তা
নারায়ণপুর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী শুক্কুর বেপারী (৩৪), গ্রাম- পুটিয়া, নারায়ণপুরকে ৫ পিচ ইয়াবাসহ সাজনপুর এলাকা থেকে দুপুর ১ টার দিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১’শ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে শুক্কুর বেপারী পালানো চেষ্টা করলে পুলিশ কনস্টেবল মিহির পান্ডে স্থানীয় জলাশয়ের মধ্যে নেমে পানি কাদায় ভিজে তাকে আটক করতে সহযোগিতা করে।
আভিযানিক টিম জানায়, মাদকমুক্ত ভেদরগঞ্জ গড়ার লক্ষ্যে মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন, ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ।
উল্লেখ্য, মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া সম্ভব নয় বিধায় সংশ্লিষ্ট সকলকে সুনির্দিষ্ট অভিযোগ, তথ্য প্রমাণসহ উপস্থাপন করার জন্য বলা হয়েছে।