Friday 19th April 2024
Friday 19th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

শরীয়তপুরে অগ্নিকান্ডে নিহত দুই পরিবারকে ৫০ হাজার টাকা দিলেন জেলা প্রশাসক

শরীয়তপুরে অগ্নিকান্ডে নিহত দুই পরিবারকে ৫০ হাজার টাকা দিলেন জেলা প্রশাসক

শরীয়তপুর বাজারে আগুন লেগে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। ২৫ হাজার করে দুই পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা দিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
শুক্রবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কক্ষ থেকে এ টাকা দেয়া হয়। এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, পালং বাজারে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি।
অগ্নিদগ্ধ হয়ে নিহত গোপাল ঘোষ মিষ্টান্ন ভান্ডারের দুইজন কর্মচারীর স্বজনদের মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ বিতরণ করেছি।
পালং উত্তর বাজারের গোপাল ঘোষের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে প্রায় ১১টি দোকান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকারও বেশি বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুন নেভানোর পর শুক্রবার সকালে দোকানের ভেতর ঘুমিয়ে থাকা দুই কর্মচারী মাদারীপুরের রাজৈর থানার কমলাপুর গ্রামের রূপচাঁদ বৈরাগির ছেলে পলাশ বৈরাগী (২৫) ও রবি সরকারের ছেলে বিশ্বজিৎ সরকারের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দরিদ্র পরিবারের ছেলে বিশ্বজিৎ স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন। কলেজ ছুটি বা পড়াশোনার চাপ কম থাকলে তিনি সময়ে-সময়ে এসে দোকানটিতে কাজ করতেন। কিছুদিন কাজ করার পর যা টাকা পেতেন, তা নিয়ে বাড়ি চলে যেতেন। সেই টাকায় পড়াশোনার খরচ চালাতেন। সবশেষ তিনি এবার মাত্র ১৫ দিন আগে দোকানটিতে কাজে যোগ দিয়েছিলেন।