শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেছেন। সোমবার বেলা ১১টায় শরীয়তপুর পৌর ভবনের সামনে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ আহবায়ক মহসীন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-২ হোসেন মো. আলমগীর, কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক মোল্যা, কাউন্সিলর সিদ্দিক চোকদার, আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শরীফ প্রমূখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, পৌরসভার গরীব অসহায় শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ শাখা থেকে ৩’শ ৩৩ টি কম্বল বরাদ্দ পেয়েছি। তালিকা করে শৃঙ্খলভাবে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হলো। প্রয়োজন হলে পৌরসভার পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাড়াব। আবারও শীতবস্ত্র বিতরণ করব।