র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং জেলার প্রশাসন মাদারীপুর এর যৌথ অভিযানে গতকাল ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ জালাল উদ্দিন (৪৩), পিতাঃ মৃত সামসুদ্দিন মোল্লা, সাং-ঝাউতলা, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ইংরেজি বিষয়ের শিক্ষক সমতল গাইন (৪১) পিতাঃ সুকন্ঠ গাইন, সাং-কলিগ্রাম, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জদেরকে আটক করে। উল্লেখ্য আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক এক মাসের জন্য সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত আটককৃত ব্যক্তিগণ সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কালকিনি, মাদারীপুর পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১২ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ হাজার টাকা হারে সর্বমোট ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।