শরীয়তপুর জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) গ্রহণ করেছেন। গত ৪ ফেব্রুয়ারী পুলিশ সেবা সপ্তাহে পুলিশ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে তিনি এই পদক গ্রহণ করেন। সাহসিকতা ও বীরত্বপূর্ন এবং সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ তাকে এই পদক প্রদান করা হয়েছে। আব্দুল মোমেন এক বছর পূর্বে শরীয়তপুরে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পদোন্নাতি পেয়ে তিনি শরীয়তপুরে যোগদান করার পর থেকেই মাদক নির্মূল সহ আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতার সাথে বিশেষ ভূমিকা পালন করছেন। তার এই পদক প্রাপ্তিতে ইতোমধ্যে জেলার সকল পুলিশের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।