Tuesday 16th April 2024
Tuesday 16th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন ডামুড্যার সেই ওসি মেহেদী হাসান

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন ডামুড্যার সেই ওসি মেহেদী হাসান

চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য রাষ্ট্রপতি পদক পেয়েছেন শরীয়তপুরের ডামুড্যার সেই আলোচিত ওসি মেহেদী হাসান। রোববার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন।

জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্ব) সকাল সোয়া ৯টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সড়কের ডামুড্যা উপজেলার খেজুরতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাসটিতে অন্তত ৩০ জন যাত্রী ছিল। ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান খাদের পানিতে লাফিয়ে পড়েন। পরে গাড়ির ভেতর আটকা পড়া ছয় নারীসহ ১০ থেকে ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন ওসি নিজেই। এঘটনার পর ওসি উদ্ধার কাজের একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়। এ কাজের জন্য সে সময় ওসি মেহেদী প্রশংসিত হন সর্বমহলে।

প্রসঙ্গত সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রতিবছরের মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে ১১৮ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে। ২০১৯ সালে পুলিশ বাহিনীটির সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৪ জনকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”, ২০ জনকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জনকে “বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম)-সেবা” এবং ৫৬ জনকে “রাষ্ট্রপতির পুলিশ পদক(পিপিএম)-সেবা” প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া অন্যান্য মোট পিপিএম (সেবা) পদক প্রাপ্ত ৫৬ জন হলেন: র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, কক্সবাজার র‌্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ পিপিএম-সেবা, পিএসসি, জিডি (পি), উওরা ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) শাহীনা আমীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক, ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ ইফতেখার আহমেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ মনজুর রহমান পিপিএম, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের মেজর মোঃ মনিরুল ইসলাম পিপিএম, ইবি ও ইন্টেলিজেন্স উইংয়ের মেজর মাহমুদ হাসান তারিক পিপিএম, আর্টিলারি, পিবিআই যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান, পিবিআই ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম, গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফুল ইসলাম, ডিবি পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আহম্মেদ, নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) থান্দার খায়রুল হাসান, ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ, এসএসএফ এর এএসপি মোঃ মিরাজুল ইসলাম, সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা, উওরা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন ও সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, বাগেরহাট জেলার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্স এর পুলিশ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান , স্পেশাল ব্রাঞ্চ এর পুলিশ পরিদর্শক মোঃ কাওছার আহম্মেদ, সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন, শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবুল হাসান, ডিএমপির আরওআই কাইয়ুম শেখ, গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন পিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ. এম. আব্দুর রহমান মুকুল, শরীয়তপুর ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পিবিআই গাজীপুর জেলার পুলিশ পরিদর্শক মোঃ হাফিজুর রহমান ও পিবিআই ফেনী জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহ আলম, বরিশাল অঞ্চলের হিজলা নৌ পুলিশ ইউনিটের পুলিশ পরিদর্শক মোঃ বেলাল হোসেন, স্পেশাল ব্রাঞ্চ এর এসআই মোঃ মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার এসআই মোঃ মামুনুর রশীদ, ঢাকা জেলার গোয়েন্দা শাখার এসআই মোঃ বিলায়েত হোসেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ইয়াছিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী ও শিশু সহায়তা ডেস্কের ইনচার্জ এসআই মোছাঃ ইসমাতারা, বগুড়া জেলার গোয়েন্দা শাখার এসআই মোঃ ওয়াদুদ আলী, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফিরোজ সরকার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আক্রাম হোসেন, ঝিনাইদহ জেলার এএসআই মোঃ শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার এএসআই মোঃ আনোয়ার হোসেন, চাপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এএসআই বিকাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ রানা হামিদ, নৌ পুলিশ ঢাকার কনস্টেবল জীবন সিকদার ও খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএন এর কনস্টেবল ফয়সাল আহমেদ।