মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে বিএমএসএফ কেন্দ্রীয় বৈঠক সম্পন্ন

গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে বিএমএসএফ কেন্দ্রীয় বৈঠক সম্পন্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়ন এবং সাংগঠনিক কর্মকান্ড তুলে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আবুল হোসেন তালুকদার, আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, কামাল হোসেন, মোনালিসা মৌ ও আলী হোসেন প্রমুখ।
সভায় সংগঠনকে আরো গতিশীল করে তুলতে বিভিন্ন প্রস্তাবনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আগামী ১ ডিসেম্বর তৃতীয় বারের মত বিজয় শোভাযাত্রা, নিস্কৃয় কমিটি সক্রিয়, নতুন কমিটি গঠনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
অপর এক প্রস্তাবে কামাল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক, মোনালিসা মৌ’কে ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক, চট্টগ্রাম জেলা সভাপতি কেএম রুবেল ও কক্সবাজার জেলা সম্পাদক জসিম উদ্দিন জিহাদকে কেন্দ্রের নির্বাহী সদস্য পদে অর্ন্তভুক্ত করা হয়েছে।
এছাড়া সংগঠনের ১০ জন নিস্কৃয় সদস্যের কেন্দ্রীয় সদস্যপদ স্থগিত করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় সাংবাদিক নির্যাতন বন্ধসহ ১৪ দফা দাবি আদায়ে কেন্দ্রসহ সকল জেলা/উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।


error: Content is protected !!