
সম্প্রতি বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট কর্তৃক বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বি এম মোজাম্মেল হক এম.পি। বিশেষ অতিথি ছিলেন, এ্যাডভোকেট নাভানা আক্তার এম.পি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিসুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসউদ আহমেদ, ট্রাস্টের মহাসচিব ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী, অধ্যাপক ডাঃ হেদায়েতুল ইসলাম, এডভোকেট সুলতান মাহমুদ সীমন, আনিস উদ্দিন মিয়া, আবদুল আঊয়াল হাওলাদার, বি এম শওকত আলী প্রমূখ।
সভা পরিচালনা করেন, মোঃ আবুল বাসার মিয়া ও অধ্যাপক মোঃ ওয়াজেদ কামাল।