বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

মার্চ ও এপ্রিল মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবি

মার্চ ও এপ্রিল মাসের বাড়ি ও দোকান ভাড়া মওকুফের দাবি

করোনাভাইরাস পরিস্থিতির কারণে আয় কমে যাওয়ায় গত মার্চ ও চলামান এপ্রিল মাসের ভাড়া মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতির সভাপতি এড. আবেদ রাজা এ দাবি জানিয়েছেন।
করোনা পরিস্থিতির কারণে সরকারের যথাযথ পদক্ষেপের অভাবে দেশব্যাপী বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে যুদ্ধাভাব বিরাজ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
ভাড়াটিয়া কল্যাণ সমিতির সভাপতি বিবৃতিতে আরও বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাড়ির মালিক ও ভাড়াটিয়া শ্রেণির অন্তর্ভুক্ত। এদের মধ্যে সুসম্পর্ক না থাকলে বসবাস নরকে পরিণত হয়।
আবার ভাড়াটিয়াদের ন্যায় বাড়ির মালিকরাও সমস্যায় আছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রাপ্ত বাড়ি বা দোকান ভাড়ার উপর অনেকের সংসার চলে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।


error: Content is protected !!