সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

পিআইবি মহাপরিচালকের রোগমুক্তি কামনা

পিআইবি মহাপরিচালকের রোগমুক্তি কামনা

বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের সুস্থ্যতা কামনা করেছেন বিএমএসএফ। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে এক সংবাদ বিবৃতিতে সাংবাদিক গড়ার এই মহান কারিগর শাহ আলমগীরের আশু সুস্থ্যতায় দেশবাসি ও সাংবাদিকদের নিকট দোয়া চেয়েছেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকতার অন্যতম পুরোধা শাহ আলমগীর। পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদার লড়াইয়েরও পরীক্ষিত নেতা তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অত্যন্ত সৎ, বিনয়ী, সদালাপি, বিচক্ষন, কর্মনিষ্ঠ এ কর্মবীর মানুষটির আশু রোগমুক্তি কামনা করছি।


error: Content is protected !!