সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে মিনা দিবস পালিত

শরীয়তপুরে মিনা দিবস পালিত

“মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে” এই প্রতিপাদ্যে শরীয়তপুরে মিনা দিবস উদযাপিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে মিনা দিবস উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের হয়ে তুলাসার মডেল স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাহাবুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়ামত হোসেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।


error: Content is protected !!