সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে দূর্ণীতি দমন কমিশন(দুদক)-এর আয়োজনে গণশুনানি

শরীয়তপুরে দূর্ণীতি দমন কমিশন(দুদক)-এর আয়োজনে গণশুনানি

“এবার আওয়াজ তুলুন” ও তথ্য পাওয়া-আমার আইনি অধিকার, সেবা পাওয়া-আমার নাগরিক অধিকার, দূর্ণীতি মুক্ত দেশ-আমার সাংবিধানিক অধিকার এ প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে শরীয়পুরে দূর্ণীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর -এর আয়োজনে ও জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর সদর উপজেলা সকল সরকারি দপ্তরের অংশগ্রহণে জনসাধারণের সমন্বয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়।

এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুদকের মাননীয় কমিশনার(অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান। তিনি বলেন, বাংলাদেশের সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এখন কেউ কম পারিশ্রমিক পায় না। বরং তা পর্যাপ্ত। তিনি বিভিন্ন উদ্বৃতি দিয়ে বলেন, যারা অবৈধভাবে ইনকাম করে সম্পদের পাহাড় গড়েন, তাদের সকলকেই একদিন খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং সৃষ্টিকর্তার নিকট এর হিসাব দিতে হবে।

জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার মামুনুর রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুদকের ঢাকা বিভাগীয় কমিশনার আক্তার হোসেন, শরীয়তপুর পুলিশ সুপার আব্দুল মোমেন, শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম তপাদার। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ। দূর্ণীতি প্রতিরোধ কমিটির শরীয়তপুর জেলা সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, ফরিদপুর আঞ্চলিক দুদক কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাগণ, শরীয়তপুর সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, শরীয়তপুর পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনির আমমেদ খানসহ বিভিন্ন সরকারি দপ্তর(শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, পৌর মেয়রের কার্যালয়, উপজেলা ভূমি অফিস কার্যালয় ইউনিয়ন ভূমি অফিস কার্যালয় সাব-রেজিস্ট্রারের কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, শরীয়তপুর সদর হাসপাতাল, জেলা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়, জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, জেলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়, জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, বন কর্মকর্তার কার্যালয়, জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয়, জেলা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়, জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিভাগ, এলজিইডি, জেলা মার্কেটিং অফিস, জেলা কারাগার, দারিদ্র বিমোচন কর্মকর্তার কার্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ অন্যান্য সরকারি অফিস সমূহ )-এর কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে অভিযোগকারী সাধারণ জনসাধারণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমূখ।

এ সময় দুর্নীতি দমন কমিশন সেবা গ্রহণকারী ও সেবাদানকারীর ডেস্ক বসিয়ে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের বিরুদ্ধে পূর্ব আবেদনকৃত অভিযোগ দায়েরের প্রক্ষিতে গণশুনানি করা হয়। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে নাম প্রকাশ্যে অনিচ্ছুক অভিযোগকারী লিখিত অভিযোগ দায়ের করলেও দূর্ণীতি দমন কমিশন(দুদক) গণশুনানির মাধ্যমে সরাসরি সুনির্দিষ্ট অভিযোগের জন্য সর্ব জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। যাতে করে সকল সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে জনগণ বিনা-পয়সায় সেবা পেতে পারে।


error: Content is protected !!