
মুজিববর্ষের অঙ্গীকার পূরণকল্পে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দাপ্তরিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল হাসেম তপাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিনসহ বিভিন্ন দাপ্তরিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ প্রমূখ।