মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুর সদর ইউএনওকে ফোন দিলেই খাদ্য পৌঁছে দিচ্ছে বাড়ি

শরীয়তপুর সদর ইউএনওকে ফোন দিলেই খাদ্য পৌঁছে দিচ্ছে বাড়ি

করোনা ভাইরাসে এই মহামারী মোকাবিলায় সারা দেশের মতো শরীয়তপুরেও চলছে লকডাউন।

এই লকডাউন চলায় কর্মহীন হয়ে পরেছে অসহায় মধ্যবিত্ত, দরিদ্র মানুষ। অনেক মানুষ কর্মহীন বেকার হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেক পরিবারের ঘরের খাবার শেষ হয়ে গেছে।

১৬ এপ্রিল বৃহঃস্পতিবার দুপুরে এই বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাহাবুর রহমান শেখ বলেন, যাদের ঘরের খাবার শেষ হয়ে গেছে তারা ৩৩৩ এ ও মোবাইল ০১৭১৮-৪১৯০৩৮ ফোন ও সোশ‍্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। আমরা খোঁজ নিয়ে দেখবো আসলে অভাবি কিনা, খাদ্য সংঙ্কটে রয়েছে কিনা। এসব যাচাই করে শরীয়তপুর বিডি ক্লিনের ২০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাদের মাধ্যমে আমরা বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।


error: Content is protected !!