
শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নে গত ০৩ জুন বুধবার করোনার উপসর্গ নিয়ে মত্যুবরণ করা ৬০ বছর বয়সী পুরুষের দেহে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এছাড়াও একই উপজেলার সেনেরচর ০৩ জন ও পৌরসভার একজনসহ মোট ৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৬০ জনে। মৃত্যুর সংখ্যা দাড়ালো ০৪ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ডামড্যা উপজেলার ০৪ জন ও নড়িয়া উপজেলার ০৪ জনসহ মোট ০৮ জন।
শুক্রবার ০৫ জুন রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩রা জুন জাজিরার মুলনা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬০ বছর বয়সী বৃদ্ধের দেহে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এর ফলে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ০৪ জনে। এছাড়াও একই উপজেলার সেনেরচর ০৩ জন ও পৌরসভার একজনের দেহে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে জেলায় কোভিড-১৯ সংক্রান্ত রোগীর সংখ্যা ১৬০ জন। ডামুড্যায় ০৪ ও নড়িয়ায় ০৪ জনসহ নতুন আরো ০৮ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
তিনি জানান, এ পর্যন্ত জেলায় ৩ হাজার ১৮২ টি সন্দেহভাজনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ২ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মোট ৭৬ জন করোনা রোগিকে সুস্থ ঘোষনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানিক আইসোলেশনে ০২ জন (সদর হাসপাতাল)।
উপজেলা ভিত্তিক রোগীর সংখ্যা- সদর উপজেলায় আক্রান্ত ৪৫ জন ও সুস্থ ১২ জন। জাজিরা উপজেলায় নতুন ৫ জনসহ মোট আক্রান্ত ৩২ জন, সুস্থ ১৫ জন ও মৃত ১ জন। নড়িয়া উপজেলায় আক্রান্ত ২১ জন, সুস্থ ১৫ জন ও মৃত ২ জন। ভেদরগঞ্জ উপজেলায় আক্রান্ত ২১ জন ও সুস্থ ৭ জন। গোসাইরহাট উপজেলায় আক্রান্ত ১৪ জন, সুস্থ ২ জন। ডামুড্যা উপজেলায় আক্রান্ত ২৭ জন, সুস্থ ২৫ জন ও মৃত ১ জন।