শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

করোনা টেষ্ট ফি বাতিলের দাবিতে শরীয়তপুরে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

করোনা টেষ্ট ফি বাতিলের দাবিতে শরীয়তপুরে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

করোনা মহামারি নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এবং বিনামূল্যে করোনা টেস্ট ও চিকিৎসা সামগ্রী প্রদানসহ বিভিন্ন দাবিতে শরীয়তপুরে মানববন্ধন করা হয়।

শনিবার ৪ জুলাই বেলা ১১ টায় শরীয়তপুর জেলার চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি হোসেন মো: ইলিয়াস এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি আশিক মাদবর, সাধারণ সম্পাদক গণি ইয়ামিনসহ জেলা ও উপজেলা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে করোনা মহামারি আকার ধারণ করেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোন কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি। দিন যতই যাচ্ছে দেশের মানুষের দুঃখ-দুর্ভোগ ততই বাড়ছে। কিন্তু জাতির এমন দুঃসময়ে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের কোন খোঁজ মিলছে না। করোনা নিয়ন্ত্রণে বহির্বিশ্বের দেশগুলোর তৎপরতা আমরা দেখছি, কিন্তু বাংলাদেশ সরকারের এ ব্যাপারে কোন তৎপরতা নেই।

বক্তারা আরো বলেন, করোনার এই মহামারির সময়ে মানুষের বিনামূল্যে চিকিৎসা পাওয়ার কথা, কিন্তু করোনা টেস্ট ফি নির্ধারণ করা দেশের মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘা। এই নির্ধারিত ফি বাতিল করে চিকিৎসা সামগ্রী প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া দেশের স্বাস্থ্যমন্ত্রীর যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়! সবশেষে দেশের করোনা থেকে রক্ষার্থে আল্লাহর নিকট দোয়া কামনা করা হয়।


error: Content is protected !!