শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে শরীয়তপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং অভিযানে শরীয়তপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

শনিবার ০৪ জুলাই সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যসমূহ প্রতিরোধকল্পে নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে শরীয়তপুর জেলার পালং ও আঙ্গারিয়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাচাবাজার, খাদ্যপণ্যের দোকান, বেকারি ও ঔষধের দোকান পরিদর্শণ করা হয়। পরিদর্শণকালে খাদ্যপণ্যে মেয়াদউত্তীর্ণ উপকরণ (ওভালটিন) ও ক্ষতিকর রঙ ব্যবহার করায় মেসার্স মা বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করায় মেসার্স তিথী-মিথী ড্রাগ হাউজকে উক্ত আইনের ৩৭ ও ৫১ ধারা অনুযায়ী ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদউত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

তদারকিকালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মান ও মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের দ্বায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে তাগিদ দেয়া হয়।

তদারকিমূলক অভিযানে উপস্থিত ছিলেন জেলা ক্যাব সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশ এর একটি টিম।


error: Content is protected !!