
বিএনপি নেতা, সাবেক ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী টি এম গিয়াস উদ্দিন মারা গেছেন। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার ৪ জুলাই এ তথ্য জানান।
শায়রুল কবির খান আরো বলেন, তিনি জ্বর ও ডায়াবেটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। উনি (গিয়াস উদ্দিন) করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু গত এক সপ্তাহ আগে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। শুক্রবার রাতে টি এম গিয়াসউদ্দিন রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে মারা যান।
শায়রুল আরও জানান, শনিবার বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল জামে মসজিদে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে টি এম গিয়াসউদ্দিনকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।
টি এম গিয়াসউদ্দিন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির শাসনামলের ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী ছিলেন।