
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশক্রমে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ২৯ জুলাই বুধবার শরীয়তপুর জেলার সদর উপজেলার ধানুকা ও আঙ্গারিয়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী। এ সময় বেকারি, হোটেল ও খাদ্যপন্যের দোকান পরিদর্শণ করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খাদ্যে ক্ষতিকর রঙ ও কেমিক্যাল ব্যবহার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ৪ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সঠিকভাবে পণ্য প্রক্রিয়াকরণ ও বিপননের জন্য ব্যবসায়ীদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের ছড়িয়ে পরা রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব-শরীয়তপুর সভাপতি বিল্লাল হোসেন খান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো আবুল হোসেন ও জেলা পুলিশ এর একটি টিম।