
শরীয়তপুর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়ালসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২৬ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ৪২ জনকে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।
সোমবার বিকেল ৪টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন ২৫ জন রোগীর মধ্যে সদর উপজেলার ০৭ জন, জাজিরা উপজেলায় নেই, ভেদরগঞ্জ উপজেলায় ০৩ জন, নড়িয়া উপজেলায় ০২ জন, ডামুড্যা উপজেলায় ১৩ জন ও গোসাইরহাট উপজেলায় নেই।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, এ পর্যন্ত জেলায় ৬৬৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে ৬৫৭৪ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৪১০ জন, জাজিরায় ১৩২ জন, নড়িয়ায় ১৭৪ জন, ভেদরগঞ্জে ১৩৭ জন, গোসাইরহাটে ১৪৭ জন ও ডামুড্যায় ১২৬ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১১২৬ জন। মোট সুস্থ ৯০৪ জন। এখন মোট সক্রিয় করোনা পজিটিভ রোগী আছে ২১১ জন।