মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় ১ জন করোনা রোগির মৃত্যু

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় ১ জন করোনা রোগির মৃত্যু

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের কোন রিপোর্ট না আসায় নতুন করে কারো করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৫৩ জন। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ২৪ জনকে। জেলার সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে আরো ০১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ১০ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন সুস্থ হওয়া ২৪ জনের মধ্যে সদর উপজেলার ০৯ জন, ডামুড্যা উপজেলার ০৭ জন ও গোসাইরহাট উপজেলার ০৮ জন।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ঢাকা থেকে কোভিড-১৯ শনাক্তের নতুন কোন রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৯২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে মোট ৬ হাজার ৭৯৬ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৪৮০ জন, জাজিরায় ১৪২ জন, নড়িয়ায় ১৮৫ জন, ভেদরগঞ্জে ১৪৯ জন, ডামুড্যায় ১৩৬ জন ও গোসাইরহাটে ১৬১ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১২৫৩ জন।

১০ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৩৮৯ জন, জাজিরায় ১০৫ জন, নড়িয়ায় ১৬০ জন, ভেদরগঞ্জে ১২৫ জন, ডামুড্যায় ১১২ জন ও গোসাইরহাটে ১২৪ জন। মোট সুস্থ ১০১৫ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২২৬ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০২ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৬ জন, ভেদরগঞ্জে ০২ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১২ জন।


error: Content is protected !!