
শরীয়তপুরে নতুন করে আরো ৪৭ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। নতুন করে সুস্থ ঘোষনা করা হয়েছে ০৮ জনকে। গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার ১১ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন ৪৭ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ২৬ জন, জাজিরা উপজেলার ০১ জন, নড়িয়া উপজেলার ১১ জন, ভেদরগঞ্জ উপজেলার ০৪ জন, ডামুড্যা উপজেলার ০৩ জন ও গোসাইরহাট উপজেলার ০২ জন। জেলায় নতুন সুস্থ হওয়া ০৮ জনের মধ্যে সবাই নড়িয়া উপজেলার। এছাড়া গত ১০ আগস্ট সোমবার জেলার সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ০১ জনের মৃত্যু হয়েছিল।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় আরো ৯২ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ৯৩ জনসহ মোট ৬ হাজার ৮৮৯ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৫০৬ জন, জাজিরায় ১৪৩ জন, নড়িয়ায় ১৯৬ জন, ভেদরগঞ্জে ১৫৩ জন, ডামুড্যায় ১৩৯ জন ও গোসাইরহাটে ১৬৩ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৩০০ জন।
১১ আগস্ট পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৩৮৯ জন, জাজিরায় ১০৫ জন, নড়িয়ায় ১৬৮ জন, ভেদরগঞ্জে ১২৫ জন, ডামুড্যায় ১১২ জন ও গোসাইরহাটে ১২৪ জন। মোট সুস্থ ১০২৩ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ২৬৫ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০২ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৬ জন, ভেদরগঞ্জে ০২ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১২ জন।