সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং
গত ২৪ ঘন্টায় আরো ০৮ জনের করোনা পজিটিভ

শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৯ জন

শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৯ জন

শরীয়তপুরে গত ২৪ ঘন্টায় আরো ০৮ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৯২ জন। নতুন করে ০২ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এছাড়াও নতুন করে নড়িয়া উপজেলার ০১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

জেলায় নতুন ০৮ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০৫ জন, জাজিরা উপজেলার ০১ জন ও ডামুড্যা উপজেলার ০১ জন। জেলায় নতুন সুস্থ হওয়া ০২ জনই ভেদরগঞ্জ উপজেলার।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে নতুন ২৪ জনসহ মোট ৭ হাজার ৬৭১ জনের ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৬২৮ জন, জাজিরায় ১৭৩ জন, নড়িয়ায় ২১৮ জন, ভেদরগঞ্জে ১৯৮ জন, ডামুড্যায় ১৭০ জন ও গোসাইরহাটে ২০৫ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৫৯২ জন।

০৮ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৬১০ জন, জাজিরায় ১৩৩ জন, নড়িয়ায় ১৯৯ জন, ভেদরগঞ্জে ১৭৭ জন, ডামুড্যায় ১৬৬ জন ও গোসাইরহাটে ১৯২ জন। মোট সুস্থ ১৪৭৭ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ৯৬ জন।

এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৩ জন, জাজিরা উপজেলায় ০১ জন, নড়িয়া উপজেলায় ০৯ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ১৯ জন।


error: Content is protected !!