
শরীয়তপুর জেলায় আগমন উপলক্ষে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)কে জেলা পুলিশের পক্ষ হতে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় শরীয়তপুর সার্কিট হাউজে এ গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) আমিনুর ইসলাম, পুলিশ লাইন্সের মেডিকেল অফিসার ড. মনিরুল ইসলামসহ পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।