শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং
মাদারীপুরের কালকিনিতে

গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানার গণধর্ষণ মামলা নম্বর-২৪, তারিখঃ ১৯ নভেম্বর, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর এজাহার নামীয় প্রধান পলাতক আসামী মোঃ মিজান হোসেন নামক এক ব্যক্তি মাদারীপুর জেলার কালকিনি থানাধীন উত্তরভবানীপুর সরদার কান্দি গ্রামে অবস্থান করছে।

উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৩ নভেম্বর দিবাগত রাত পৌনে ৪ টায় মাদারীপুর জেলার কালকিনি থানাধীন উত্তরভবানীপুর সরদার কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ মিজান হোসেন(৩০)কে তার নিজ বসত বাড়ী হতে আটক করে র‌্যাব।

আটককৃত মোঃ মিজান হোসেন মাদারীপুর জেলার কালকিনি থানাধীন উত্তরভবানীপুর সরদার কান্দি গ্রামের মৃত রহমান মালের ছেলে।

ধৃত আসামীকে ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


error: Content is protected !!