
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর রবিবার বেলা ১০ টার দিকে উপজেলা শহীদ আক্কাস ও শহীদ মহিউদ্দিন সভা কক্ষে এক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ, মাদক নিরসন নিয়ে ভূমিকা আরও জোরদার ব্যবস্থা নেওয়া ও মাদক অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।
এ সময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি সরদার, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বাড়ী ও উপজেলা ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান বর্গ সহ মেম্বার ও উপজেলা পরিষদের কর্মরত কর্মকর্তারা।