মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দাবী আদায়ে স্মারকলিপি প্রদান

শরীয়তপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দাবী আদায়ে স্মারকলিপি প্রদান

জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারনের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদি প্রাপ্যতা এবং অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে শরীয়তপুরে কর্মরত শিক্ষক সমাজ।

মঙ্গলবার ৮ ডিসেম্বর বেলা ১১ টায় শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এই স্মারকলিপি প্রদান করেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট শরীয়তপুর শাখার সভাপতি গোলাম মস্তফা ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আক্তার।

এই সময় সংগঠনের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ডামুড্যা উপজেলা শাখার সভাপতি মুনছুর আহম্মেদ, ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আবুল কাশেম, গোসাইরহাট উপজেলা শাখার সভাপতি মো. মসিউর রহমান, জাজিরা উপজেলা শাখার সভাপতি মুন্সী আ. আলিম সহ সংগঠনের নেতকর্মী ও সকল জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠান থেকে শিক্ষক নেতারা জানায়, ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় এনে ১ লক্ষ ৪ হাজার ৭৭২ জন শিক্ষককে বেতন বোনাসসহ সরকারী সকল সুবিধাদি প্রদান করে আসছেন সরকার।

চলতি বছরের ১২ আগষ্ট অর্থমন্ত্রণালয় থেকে জারিকৃত পত্র প্রাপ্তি হয়ে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। ২০১৩ এর বিধিমালা অনুযায়ী কার্যকর চাকুরীকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল আমাদের দিতে হবে। অর্থমন্ত্রণালয় থেকে ১২ আগস্ট জারিকৃত পত্রটি সংশোধনের দাবীও জানিয়েছি স্মারকলিপিতে।

গেজেট থেকে বাদপরা অীধগ্রহনকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নাম পুনরায় গেজেটে অন্তর্ভুক্ত করার দাবীও আমরা উল্লেখ করছি। আমরা আশাবাদি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধানমন্ত্রী আমাদের এই সমস্যা সমাধান করবেন।


error: Content is protected !!