
শরীয়তপুরে নতুন করে আরও ০৮ জনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৬২ জন। নতুন করে সদর উপজেলায় ০৭ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে মৃত ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর রাতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
জেলায় নতুন ৮ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলার ০৩ জন, জাজিরা উপজেলার ০১ জন, নড়িয়া উপজেলার ০১ জন, ভেদরগঞ্জ উপজেলার ০২ জন ও ডামুড্যা উপজেলার ০১ জন।
বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, নতুন ০৭ জনের নমুনাসহ এ পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ৬৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। যার মধ্যে নতুন ৩৩ জনসহ মোট ৯ হাজার ৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়া উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা- সদর উপজেলায় ৭৫৫ জন, জাজিরায় ২১৩ জন, নড়িয়ায় ২২৮ জন, ভেদরগঞ্জে ২৪৫ জন, ডামুড্যায় ১৯৩ জন ও গোসাইরহাটে ২২৮ জন। মোট করোনা পজিটিভ হয়েছিল ১৮৬২ জন।
১৭ ডিসেম্বর পর্যন্ত উপজেলাভিত্তিক সুস্থ রোগির সংখ্যা- সদর উপজেলায় ৭৩৫ জন, জাজিরায় ২০৩ জন, নড়িয়ায় ২১৪ জন, ভেদরগঞ্জে ২৩১ জন, ডামুড্যায় ১৯১ জন ও গোসাইরহাটে ২২৮ জন। মোট সুস্থ ১৮০২ জন। বর্তমানে জেলায় সক্রিয় করোনা পজিটিভ রোগির সংখ্যা- ৩৭ জন।
এ পর্যন্ত উপজেলাভিত্তিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা- সদর উপজেলায় ০৪ জন, জাজিরা উপজেলায় ০২ জন, নড়িয়া উপজেলায় ১১ জন, ভেদরগঞ্জে ০৫ জন ও ডামুড্যায় ০১ জন। মোট মৃতের সংখ্যা ২৩ জন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |