
শরীয়তপুর জেলা পুলিশের দুই দিনব্যাপী সিডিএমএস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ ডিসেম্বর সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার-এঁর সভাপতিত্বে শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত এসআই ও এএসআই পর্যায়ের পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী সিডিএমএস প্রশিক্ষণ কর্মশালার ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।