
শরীয়তপুরে তীব্র শীত পড়েছে। গত ১৫ দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শরীয়তপুরের উপর দিয়ে বয়ে চলছে। আর এই শীতের দিনে-রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে নেমেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্ত, হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল দিতে রবিবার ২৭ ডিসেম্বর বিকালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মূল ভু-খন্ড থেকে বিছিন্ন প্রত্যন্ত চর অঞ্চল, ছিডারচর ও মাগুরচরে ৬০ উর্ধ্বো বয়স্ক মহিলা এবং পুরুষ ও বিধবাদের বাছাই করে ১ হাজার মানুষের মাঝে ৬’শ এর অধিক কম্বল ও ৪’শ এর অধিক সাল বিতরণ করেন জাজিরা উপজেলা প্রশাসন।
কম্বল বিতরণকালে জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। জেলার একটি মানুষও যেন-এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত। আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।