
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল সভা ২৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১ সালের একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন, বিভিন্ন বিভাগের সিলেবাস আধুনিকায়ন ও শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সেকুল ইসলামের সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী সিকদার, সম্মানিত ট্রাস্টি সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, সৈয়দ মোঃ হেমায়েত হোসেন, মোঃ জোনায়েত আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আলী আক্কাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. জিয়া রহমান, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের এ্যাডভাইজর, বিভাগীয় এবং একাডেমিক কাউন্সিল সভার সদস্য সচিব রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদার উপস্থিত ছিলেন।