মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১

শরীয়তপুর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই স্লোগানে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২১ এর শরীয়তপুর জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক সমকাল সুহৃদ সমাবেশ আয়োজনে পালং উচ্চ বিদ্যালয়ে ৪ মার্চ শুক্রবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগী উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন শরীয়তপুরে জেলা পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

সুহৃদ সমাবেশ শরীয়তপুর জেলার আহবায়ক শরীয়তপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সোবহান বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হালিম শেখ।

সুহৃদ খাদিজা আক্তার লিপির পরিচালনায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন, শরীয়তপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সোবহান বাবুল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: তানজির পারভেজ, রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সোহানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকাল পত্রিকার শরীয়তপুর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মো: শহীদুল ইসলাম পাইলট।

প্রতিযোগিতায় আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বিঝারী উপাসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের দলনেতা নুসরাত জাহান ইফা সেরা বক্তা নির্বাচিত হন।

প্রতিযোগিতার এবারের বিতর্কের বিষয় ছিল-‘সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যবই বিমুখ করছে।


error: Content is protected !!