মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শরীয়তপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকাল ৪ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শরীয়তপুর পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সভানেত্রী কাজী আরিফা আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, শরীয়তপুর পুনাক সদস্য অন্তরা ঘোষ, ডাঃ আফসানা চৌধুরী, মাহ-ই-জাবীন ও শাহারিয়া রহমান তৃষা, পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ-ইন্সপেক্টরবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যগণদের পরিবারবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।


error: Content is protected !!