মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে দুই শিশু উদ্ধার, অভিভাবককে খুঁজছে পুলিশ

শরীয়তপুরে দুই শিশু উদ্ধার, অভিভাবককে খুঁজছে পুলিশ

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার বাজার থেকে দুইজন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে বিকেলে শিশুদেরকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে। দুই শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ।

এর আগে ৩ ফেব্রুয়ারি বুধবার রাত ১১টার দিকে শিশুদের ডোমসার বাজার থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আব্দুর রহমান নিরব (৯) ও খুশি (৮)। তারা সম্পর্কে ভাই বোন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ফাহাদ হোসেন তপু বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আমি শরীয়তপুর পৌর শহর থেকে চন্দ্রপুর ইউনিয়নের দিকে যাচ্ছিলাম। ডোমসার বাজার পৌঁছলে দেখতে পাই, বেশ কিছু মানুষ এক যায়গায় জড়ো হয়ে আছে। গাড়ি থেকে নামলে স্থানীয়রা বলছেন, দুইজন শিশু পাওয়া গেছে। শিশুদের পরিচয় জিজ্ঞেস করলে তারা বলতে পারছিল না। তাৎক্ষণিক পালং মডেল থানার ওসিকে বিষয়টি জানাই। পুলিশ শিশু দুজনকে উদ্ধার করে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম উদ্দিন বলেন, উদার হওয়া শিশু নিরব ও খুশি সম্পর্কে ভাই বোন। তারা বাবার নাম বলছে রফিকুল ইসলাম। বাড়ি সখিপুর থানায়। কিন্তু গ্রামের নাম বলতে পারছেন না। আমরা বাবা-মা ও স্বজনদের খুঁজছি। আসল অভিভাবক ও সঠিক ঠিকানা জানতে সখিপুর থানা ও সমাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দিয়েছি। আজ শিশুদেরকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।


error: Content is protected !!