
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য সেবনের সময় সাগর হাওলাদার (২৭) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৬ মার্চ) বেলা ১১ টার সময় উপজেলার নারায়নপুর ইউনিয়ন এলাকায় সাগর হাওলাদারকে তার নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য ইয়াবা টেবলেট সেবনের করার সময় ভেদরগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাগর হাওলাদার উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারে ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিক্তিতে শনিবার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে সাগর হাওলাদার নামে এক যুবককে ইয়াবা টেবলেট সেবনের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানফীর আল নাসীফ বলেন, সাগর হাওলাদার তার মা’কে গতকাল রাতে মারধর করেছিলো। এবং তার মা এখন আহত, মাথায় ৬টি সেলাই লেগেছিল। সে মাদক সেবী বিষয়টি আমি জানতে পেরে ঘটনাস্থলে আজ (শনিবার) বেলা ১১ টার দিকে গিয়ে সাগরকে মাদকদ্রব্য সেবন অবস্থায় পাই। সে শিকার করছে তার মাকে মারার কথা। ঘটনাস্থলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |