
“করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নারীর ক্ষমতায় ও অধিকার প্রতিষ্ঠায় জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক কর্মসূচি নিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টার ফলে শিক্ষা, কর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে নারীরা প্রত্যাশার চেয়েও অনেক বেশি এগিয়ে আসতে সক্ষম হয়েছে। নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার প্রত্যয় নিয়ে আজ সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |