
শরীয়তপুরে এসডিএস এর আয়োজনে ও কেয়ার বাংলাদেশের অর্থায়নে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) শরীয়তপুর জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভা নেত্রী নুরজাহান হোসেন।
এসডিএস নির্বাহী পরিচালক রাবেয়া বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন।
এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মজিবুর রহমান, এমএফ পরিচালক বিএম কামরুল হাসান, উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মুহা. ইয়াছিন খান, এইচ আর উপ-পরিচালক অমলা দাস ও এসডিএস এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |