সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উদযাপন করলো শরীয়তপুর জেলা পুলিশ

কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উদযাপন করলো শরীয়তপুর জেলা পুলিশ

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ১৭ই মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে শরীয়তপুর জেলা পুলিশ।

বুধবার (১৭ মার্চ) সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে এ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, সিভিল সার্জন ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস. এম. মিজানুর রহমান, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা বিশেষ শাখা ডিআইও-১ আজহারুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাইফুল আলম, পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


error: Content is protected !!