
নারীর প্রতি সহিংসতা এবং বাল্য বিবাহ প্রতিরোধে শরীয়তপুর জেলা পুলিশ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন প্রধান সমন্বয়কারী খান মোঃ শহীদ, এ্যাড. রাজেশ দাস, এ্যাড. মোঃ ইব্রাহিম মিয়াসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।