শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীয়তপুরে করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি” পরিচালনা করলেন পুলিশ সুপার

শরীয়তপুরে করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি” পরিচালনা করলেন পুলিশ সুপার

শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি” পরিচালনা করেছেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

গ্রীষ্মের শুরু থেকে আবার বৃদ্ধি পাচ্ছে প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণের হার। কিছুদিন ধরেই দেশে এই ভাইরাস দ্বারা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা উর্ধ্বমুখী। দেশ ও মানুষের এই সংকট মোকাবেলায় সবার প্রথমে প্রয়োজন সচেতনতা। চলমান এই মহামারী মোকাবেলায়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) এর বলিষ্ঠ নেতৃত্বে দেশব্যাপী করোনার বিরুদ্ধে “বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি” হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ।

তারই অংশ হিসেবে রবিবার (২১ মার্চ) বিকাল ৩ টা ৩০ মিনিটে শরীয়তপুরে র‌্যালি এবং বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, সিভিল সার্জন ডা. এস. এম. আব্দুল্লাহ আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান; পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পুলিশ সুপার কার্যালয়ের অপরাধ শাখা পুলিশ পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।


error: Content is protected !!