
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও হিন্দু পল্লীতে সন্ত্রাসী আগ্রাশন, অগ্নিসংযোগ, লুটপাট, বসতগৃহ-মন্দির ভাঙ্গচুর ও নারী-পুরুষদের উপর বর্বরোচিত নির্যাতন জঘন্য হীনমন্য কর্মকান্ডের প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ।
২৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টায় সংগঠনের সভাপতি মুকুল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সত্যজিৎ ঘোষের নেতৃত্বে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শরীয়তপুর ঢাকা-মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির অর্থবিষয়ক সম্পাদক এ্যাড. আলী আহাম্মেদ খান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মন্মথ কুমার দাস, অনিক ঘটক চৌধুরী, শংকর প্রসাদ চৌধুরী, ত্রিনাথ ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিহির চক্রবর্ত্তী, কমল কৃষ্ণ সাহা, সদস্য সমীর কিশোর দে, চন্দন ব্যানার্জী, ছাত্র-যুব ঐক্য পরিষদের আহবায়ক সমীর চন্দ্র শীল, পালং হরিসভার সভাপতি সুশীল চন্দ্র দেবনাথ, সাবেক সভাপতি শ্যামসুন্দর দেবনাথ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিরঞ্জন সরকার, রাধা রানী বিশ্বাস, পিন্টু লাল সাহা, অমিত ঘটক চৌধুরী প্রমূখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |