
শরীয়তপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সকল বীর শহীদদের স্মরণ করা হয়।
এ সময় মোমবাতি প্রজ্জ্বলন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈনিত নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।