
শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনাকালীন সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যা রাতে জেলা শহরের পালং বাজার এলাকায় করোনাকালীন সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক পারভেজ হাসান এর নির্দেশে করোনাকালীন সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণে মোবাইলকোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধর।
মোবাইলকোর্ট পরিচালনাকালে প্রত্যেক দোকানদার, রেস্টুরেন্ট মালিক, শপিংমল মালিকদের এবং তাদের গ্রাহকদের স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পড়ার পরামর্শ দেয়া হয়। এ সময় উপস্থিত সবাইকে করোনার বর্তমান ভয়াবহতা সম্পর্কে বুঝানো হয় এবং ৫০০ মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য জনসাধারণ, গণপরিবহন, দোকানদার ও ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়।