
শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১লা এপ্রিল) শরীয়তপুর পালং মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পালং মডেল থানাধীন পশ্চিম পরাশর্দ্দি সাকিনস্থ জনৈক লিটন বেপারীর রান্না ঘরের দক্ষিন পাশে কাঁচা রাস্তার উপর থেকে অনিকা সরদার (২০)কে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ।
আটককৃত অনিকা সরদার মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার খড়িয়া গ্রামের মহাসীন সরদারের স্ত্রী। তার বর্তমান ঠিকানা- শরীয়তপুর জেলার পালং থানাধীন পরাশর্দ্দি বেদে পট্টি (ভাসমান) গ্রাম।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পালং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।