শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ভেদরগঞ্জে ভোক্তা-অধিকারের বাজার মনিটরিং অভিযান

ভেদরগঞ্জে ভোক্তা-অধিকারের বাজার মনিটরিং অভিযান

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে সোমবার (০৫ এপ্রিল) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডি এম খালি, মোল্লার বাজার ও ভেদরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের মনিটরিং টিম।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার, খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও মসলা (হলুদ, মরিচ ইত্যাদি) প্রক্রিয়াকরণ মিল পরিদর্শন করা হয়। এ সময় মোড়কজাতকরণ বিধিমালা লংঘন, খাদ্য প্রস্তুতে রঙ ব্যবহার ও ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপস্থিত জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।


error: Content is protected !!