মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

ডামুড্যা বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডামুড্যা বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাচাবাজার ও ফলের দোকান পরিদর্শণ করা হয়। এ সময় পণ্য বিক্রয়ে ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও ধার্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয় করাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেণ কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম।


error: Content is protected !!