Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, শরীয়তপুর সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) সকাল ১০টায় সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান বাঘার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফা।

৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব মো. খলিলুর রহমান হাওলাদারের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা আহবায়ক আনোয়ার কামাল।

এছাড়া আমিন উদ্দিন দেওয়ান, শাহ জালাল হাওলাদার, আবুল কালাম হাওলাদার, সাবেক ব্যাংকার আবু সুফিয়ান ফকির, সদর উপজেলা স্বাস্থ পরিদর্শক ইউনুছ আলী খন্দকার প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সরদার গোলাম মোস্তফা অবিলম্বে সহযোগী মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি ও গেজেট ভুক্ত করার দাবি জানান।
এসম জেলার প্রায় অর্ধশত সহযোগী মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আবু সুফিয়ান ফকিরকে সভাপতি ও আবুল কালাম হাওলাদারকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ শরীয়তপুর সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।