
শরীয়তপুর জেলার মাসিক আইন শৃংখলা সভা বুধবার ২৩ মে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতি জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আঃ মোমেন, সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাকাব্বির আহমেদসহ অন্যান্য সদস্যরা। জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্থিতিশীল থাকায় সকলেই সন্তোষ প্রকাশ করেন। তবে চলমান রমজান মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে শরিয়তপুর জেলার ঘরমুখি মানুষের যাতায়াতে নিরাপত্তা বাড়ানোর বিষয়ে এবং যে কোন ধরণের অপরাধ প্রবণতা বিশেষ করে মাদকের বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক।