
রুদ্রবার্তা প্রতিবেদক ॥ শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) জেলা সার্কিট হাউজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক এমপি, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার, সাধারন সম্পাদক অনল কুমার দে, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেড. এইচ. সিকদার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারী-বেসরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, বিভিন্ন মসজিদের ইমাম প্রমুখ।
ইফতার গ্রহনের পূর্বে দু হাত তুলে পবিত্র সূরা পাঠ করে সৃষ্টিকর্তার নিকট সকলের শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |