
পহেলা জানুয়ারী ২০২২, নুতুন বছরের প্রথম দিনে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হলো।
এদিন সারা দেশের ন্যায় অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণির স্বল্প সংখ্যক শিক্ষার্থীর মাঝে স্বাস্থ্য বিধি মেনে নতুন বই বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম. ফরিদ আল হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুভূতি প্রকাশ পর্বে ৭ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার ছোঁয়া বলে, নতুন বইয়ের গন্ধে তার মন আনন্দে মেতেছে, সে অনেক খুশি।
অভিভাবকদের পক্ষে দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট বলেন, বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, এ কারণে আমাদের সন্তানেরা এগিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বছর বই উৎসব হচ্ছে না, পর্যায়ক্রমে শ্রেণিভিত্তিক বই বিতরণ করা হচ্ছে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনার কারণে কোমলমতি শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই নতুন বই পাচ্ছে। আমার বিশ্বাস শিক্ষার্থীরা নতুন বইয়ের সুভাসে উদ্ভাসিত হয়ে নতুন শিক্ষাবর্ষে পড়াশুনায় আরো বেশি মনোযোগী হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |